ইউক্রেনের খারসন শহরে রুশ কারফিউ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী খারসন দখল করেছে রুশ সেনারা। রুশ সেনাদের প্রতি নাগরিকদের গুলি না করার আকুতি জানিয়েছেন খারসনের মেয়র ইগর কয়খায়েভ। তিনি শহরে রুশ সেনাদের আরোপ করা বিধিনিষেধ মেনে চলার নির্দেশনাও দিয়েছেন ।

বৃহস্পতিবার (৩ মার্চ) খারসন শহরটি দখলে নিয়েছে রুশ সেনারা। টানা ছয় দিনের প্রতিরোধ ভেঙে তারা দখলে নিলেন শহরটি।

মেয়র ইগর বলেন, রুশ বাহিনী শহরের একটি কাউন্সিল সভায় হামলা চালিয়েছে। তারা শহরে কারফিউ ঘোষণা করেছেন। নাগরিকদের আহবান জানাচ্ছি, আপনারা তাদের নির্দেশনাগুলো মেনে চলেন।

কৃষ্ণ সাগরঘেঁষা শহরটিতে তিন লাখ মানুষ বাস করে। মস্কোর দখলকৃত ক্রিমিয়ার কাছেই শহরটির অবস্থান।

খারসন থেকে ইউক্রেনীয় বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে কি না তা পরিষ্কার নয় বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, খারসনের দখল পেতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পুতিন বাহিনী। তবে ঠিক কত রুশ সেনা হতাহত হয়েছে তা জানা যায়নি। প্রতিরোধ লড়াইয়ে বেসামরিক নাগরিকসহ অন্তত ৩০০ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, খারসনের পর রুশ বাহিনীর পরবর্তী লক্ষ্য হতে যাচ্ছে আরেক বন্দর নগরী ওডেসা। সেখানে ইউক্রেনের প্রধান বন্দর ও নৌ ঘাঁটি রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //